(ক) নার্সারী উত্তোলন ও বাগান সৃজন বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান।
(খ) স্থানীয় দরিদ্র জনসাধারণের অংশগ্রহণে সামাজিক বনায়ন।
(খ) পর্যটকদের জন্য ইকোট্যুরিজম সংক্রান্ত সেবা প্রদান।
(ঘ) রাজস্বের বিনিময়ে বনাঞ্চলের খালগুলো হইতে মৎস্য আহরণের নিমিত্তে বিধি মোতাবেক দরিদ্র জেলেদের পাশ পারমিট প্রদান।
(ঙ) গো-খাদ্যের সংকটকালীন রাজস্বের বিনিময়ে পুরাতন বনাঞ্চলে গো-চারণের অনুমতি প্রদান।
(চ) করাতকলের লাইসেন্স ইস্যু ও নবায়ন।
(ছ) সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগীদের লভ্যাংশ প্রদান।
(জ) জেগে উঠা নতুন চরভূমির স্থায়িত্ব বৃদ্ধির জন্য উপকূলীয় বনায়ন।
(ঝ) জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় জনসাধারণকে রক্ষার জন্য উপকূলীয় সবুজবেষ্টনী গড়ে তোলা।
(ঞ) জীববৈচিত্র সংরক্ষণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস